অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচিত হয়েছেন বলিউডের চিরসবুজ নায়িকা শ্রীদেবী। আশি ও নব্বইয়ের দশকে তিনি প্রথম সারির অভিনেত্রীদের একজন ছিলেন। ওই সময়েই শ্রীদেবী জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মূলত সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে বলিউডের সুদর্শন নায়ক মিঠুনের প্রেমে পড়েন শ্রীদেবী।
১৯৮৫ সালে মিঠুনের সঙ্গে গোপনে শ্রীদেবীর বিয়ে হয়েছিল এমন তথ্যও জানা যায়। যদিও তারা জনসমক্ষে এটি স্বীকার করতে চাননি। একটি সংবাদমাধ্যম শ্রীদেবী-মিঠুনের বিয়ের সনদপত্র ফাঁস করে দেয়। এরপর মিঠুন চক্রবর্তী শ্রীদেবীকে বিয়ে করার বিষয়টি স্বীকার করে নেন। তবে সে বিয়ে টেকেনি। ১৯৮৮ সালে শ্রীদেবী-মিঠুনের সংসার ভাঙে। বলিউডের চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর পরকীয়ার বিষয়টি টের পেয়েই মিঠুন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে শোনা যায়। ১৯৯৬ সালে শ্রীদেবী গোপনে গাঁটছড়া বাঁধেন সেই বনি কাপুরের সঙ্গেই। বনি-শ্রীদেবীর জাহ্নবী ও খুশি নামে দুই সন্তান আছে।
Post a Comment