নিজের ফসলের ক্ষেতকে মানুষের ‘কুদৃষ্টি’ থেকে রক্ষা করতে ভারতের অন্ধ্র প্রদেশের এক কৃষক অভিনব পন্থা অবলম্বন করেছেন। তিনি ফসলের ওপর থেকে কুদৃষ্টি সরাতে ক্ষেতের পাশে বলিউড অভিনেত্রী সানি লিওনের বিকিনি পরা একটি ছবি ঝুলিয়ে দিয়েছেন। ছবিতে তামিল ভাষায় লেখা ছিল, ‘হাই, আমাকে দেখে হিংসা করো না।’
৪৫ বছর বয়সী সেঞ্চু রেড্ডি নামের ওই কৃষক জানিয়েছেন, গ্রামবাসীর কুদৃষ্টির হাত থেকে তার ফুলকপি ক্ষেতকে রক্ষা করতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। বলাই বাহুল্য, ঘটনাটি ভারতের সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে সেঞ্চু রেড্ডি বলেন, ‘এ বছর আমার ১০ একর জমিতে খুব ভালো ফসল হয়েছে। ফলে আমার ক্ষেতটি গ্রামবাসী ও পথিকদের অনাহূত আকর্ষণের কারণ হয়েছে। তাদের এমন কুদৃষ্টি থেকে বাঁচতে কয়েকদিন আগে সানি লিওনের এ পোস্টারটি লাগিয়েছি।’
তার এ কৌশল সফল হয়েছে দাবি করে রেড্ডি বলেন, ‘আমার কৌশল কাজে লেগেছে। মানুষের নজর এখন আমার ফসলের দিকে যাচ্ছে না।’
ফসলের ক্ষেতকে কুদৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য ভারতের প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রায়ই দেখা যায়। অনেকে তাদের ক্ষেতে মানুষের মূর্তির আদলে তৈরী ‘কাকতাড়ুয়া’ বসিয়ে দেন।
ক্ষেতের পাশে এভাবে নায়িকার পোস্টার লাগানো আইনের চোখে কোনও অপরাধ বলে মনে করছেন না এ কৃষক। তিনি বলেন, ‘আমাদের সমস্যা দেখতে পুলিশরা কখনো এখানে আসে না। তাহলে এখন কেন তাদের সমস্যা হবে?’
Post a Comment