
বিনোদন ডেস্ক: পরিচালক মোহিত সুরীর হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিলো নায়িকা স্মাইলি সুরীর। কুণাল খেমুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে নজর কেড়েছিলেন দর্শকদের। সেই পর্যন্তই শেষ। তারপর আর বড়পর্দায় দেখা মেলেনি নায়িকার। তবে আজকাল নাইটক্লাবের রোশনাই হয়ে উঠেছেন এই সুন্দরী। চিত্রনাট্যের স্ক্রিপ্ট ছেড়ে পোল ধরেছেন স্মাইলি।
Post a Comment