কেমন হবে বাবু-রাইমা রসায়ন তা নিয়ে দর্শক মনে কৌতুহল ছিল। সে কৌতুহল মেটালেন ফজলুর রহমান বাবু নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সম্প্রতি সিনেমার কিছু দৃশ্য উন্মুক্ত করেন বাবু। তাতে অত্যাচারী এক পুরুষের হিংস্ররূপ ধরা পড়েছে।
১৬ ফেব্রুয়ারি গ্লিটজকে কলকাতা থেকে বাবু বলেন, “ছবিতে আমি রাইমার স্বামী। কিছুটা অত্যাচারী। ওই দৃশ্যে আমি তাকে চোরাচালান ও দেহব্যাবসায় নামার জন্য জোর করছিলাম। রাইমা খুব ভালো কো আর্টিস্ট, খুব ফ্রেন্ডলি।”
টানা দশদিন কোচবিহারের মেখলিগঞ্জের পাশে তিস্তা নদীর চর এলাকায় শ্যুটিং সেরে মঙ্গলবার দেশে ফিরেছেন ফজলুর রহমান বাবু।
দেশে ফিরে গ্লিটজকে বাবু বলেন, “ওখানে খুব ভালো কাজ হয়েছে। ওরাও বেশ খুশি। আমাদের প্রাপ্তি হলো দেশ-বিদেশের নানা শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বন্ধুত্ব হলো। এটা হয়তো ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজের একটি সম্ভাবনা তৈরির ক্ষেত্র হয়ে থাকলো।”
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে আশীষ রায়ের পরিচালনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সিতারা’।
বাংলাদেশের সীমান্তে চোরাচালানের গল্প নিয়ে এগিয়েছে এর কাহিনি। চলচ্চিত্রটিতে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, শাহেদ আলী সুজন।
Post a Comment