0
ঢাকা:  ফের উপস্থাপনায় ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উৎসবে তাকে দেখা যাবে মাইক্রোফোন হাতে।

রাঙ্গামাটি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যোগ দেওয়ার কথা রয়েছে। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে শুক্র, শনি ও রোববার (১-৩ ডিসেম্বর) তিন দিনব্যাপী বিভিন্ন জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নুসরাত ফারিয়া বলেন, সিনেমায় আসার পর উপস্থাপনা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। অনেক প্রস্তাব পেয়েও করিনি। দুই বছর পর কোনো পাবলিক অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি। 

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কনকচাঁপা, মমতাজ, ফিডব্যাক ও মং। স্থানীয় শিল্পীরাও নাচ ও গানে অংশ নেবেন। দেশ টিভি সরাসরি পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করবে। ফারিয়ার পাশাপাশি উপস্থাপনায় আরও থাকবেন তানিয়া হোসেন।

Post a Comment

 
Top
This is my webpage