0

ঢাকা: মঙ্গলবার তখন প্রায় ১২টা। গুলশান-১ থেকে হাতিরঝিলে প্রবেশের মুখে দেখা মিললো চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে। ‘এতো রাতে রিকশায় কোথায় যাচ্ছেন’ এমন প্রশ্ন করার আগেই তমার মুখ থেকে বেরিয়ে এলো উত্তর- ‘রিকশায় ঘুরতে বেরিয়েছি। হাতিরঝিলটা রিকশায় একটু ঘুরে ঘুরে দেখবো।’ সঙ্গে থাকা মায়ের কণ্ঠে একই সুর- ‘ইচ্ছে করেই গাড়ি নিয়ে বের হইনি। রিকশার চাইতে আরামদায়ক বাহন আর কিছু নেই।’
রিকশা থামিয়ে চলছে কথোপকথন। মুহূর্তেই রিকশার পাশ ঘিরে জমে গেলো ছোটখাটো একটা জটলা। সবার দৃষ্টি তমার দিকেই। এতো রাতেও তাকে চিনতে ভুল হলো না। আর তাই হয়তো উৎসুক জনতা তমাকে কাছ থেকে খানিকটা দেখার লোভ সামলাতে পারেনি।
তমা বলেন, ‘যান্ত্রিক শহরে রিকশাই আমার প্রিয়। কিন্তু নানা কারণে আজকাল আর রিকশা চড়া হয় না। আজ একটু সময় পেয়েছি, তাই আম্মুকে নিয়ে বেরিয়ে পড়েছি।’
কতোক্ষণ ঘুরবেন, এমন প্রশ্ন করতেই তমার ঝটপট উত্তর, ‘দেখা যাক। পুরো হাতিরঝিল একবার চক্বর দিতে পারলে খুবই ভালো লাগবে।’
একটুখানি দম নিয়েই তমা বললেন, ‘দেখেন রিকশায় চড়েছি বলে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেলো। গাড়িতে থাকলে হয়তো সে সুযোগটা মিস করতাম।’
বাগেরহাটের মেয়ে তমা মির্জা রূপালী পর্দায় একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অনন্ত হীরার ‘ও আমার দেশের মাটি’ ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি তিনি ছোট পর্দাতেও কমবেশি অভিনয় করেছেন। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্রী।
আইনজীবী হওয়ার ইচ্ছা থাকলেও বড় পর্দায় নিয়মিত অভিনয় দিয়ে সবার মন জয় করার প্রবল স্বপ্ন তারুণ্যদীপ্ত এ চিত্রনায়িকার।

ডাউনলোড করতে নিচে ক্লিক করুন Full Video HD Download Now

Post a Comment

 
Top
This is my webpage