0
শ্রীদেবী শনিবার সন্ধ্যায় মারা গেলেও তার মৃত্যুর খবর প্রকাশ হয় শনিবার দিবাগত রাত তিনটার দিকে। রোববার বিকেলের মধ্যেই তার মৃতদেহ পৌঁছানোর কথা মুম্বাইয়ে। অথচ আ্ইনি জটিলতার কারণে সোমবার দুপুর পর্যন্ত পৌঁছেনি শ্রীদেবীর মৃতদেহ।
ইতিমধ্যে শ্রীদেবীর মৃতদেহের ময়নাতদন্তও হয়ে গেছে। দুবাইয়ে মারা যাওয়ায় বিষয়টি দেখছে সেখানকার পুলিশ। তবে পুলিশের তরফে তদন্তের রিপোর্ট দিতে দেরি হওয়ায় এখনো মুম্বাইয়ে এসে পৌঁছায়নি শ্রীদেবীর মৃতদেহ।
এদিকে প্রিয় অভিনেত্রীর শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে তারকা, রাজনৈতিকরা মুম্বাইয়ে শ্রীদেবীর বাড়ির সামনে অপেক্ষায় আছেন। সোমবার সকাল থেকে যা রীতিমত জনস্রোতে রূপ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। সোমবার দুপুর দুইটার দিকে দুবাই থেকে ব্যবসায়ী অনিল আম্বানির পাঠানো প্রাইভেট জেটে করে শ্রীদেবীর মৃতদেহ নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। আর এমনটা হলে সন্ধ্যার মধ্যেই ভারতে এসে পৌঁছাবে শ্রীদেবীর নিথর দেহ।


Post a Comment

 
Top
This is my webpage