
তিনি গতকাল বলেন, প্রিভিউ কমিটির পর আমরা এবার সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছবির ছাড়পত্র পেলাম। আগামী ৩০শে মার্চ বা ৬ই এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। ছবির প্রচারণায় এখন সময় দিতে চান নির্মাতা ও কলাকুশলীরা। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। পরীমনি ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমার মনজুড়ে এখন ‘স্বপ্নজাল’। এক কথায় বলতে গেলে ছবিটি আমার কাছে স্বপ্নের মতো। এ ছবিতে হিন্দু একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম শুভ্রা। এর চেয়ে বেশি কিছু এখন বলা নিষেধ। ছবির প্রচারণায় অংশ নেয়া শুরু করেছি। বাংলাদেশ ও কলকাতায় এ ছবির শুটিং হয়েছে। ২০১৭ সালের শেষ দিকে ‘স্বপ্নজাল’ ছবির প্রমো প্রকাশ হয় বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবে। ওই সময় শোনা যায়, ছবিটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে। কিন্তু যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি গঠিত না হওয়ায় মুক্তিতে দেরি হয়ে যায়। কিছুদিন আগে প্রিভিউ কমিটি ‘স্বপ্নজাল’কে অনাপত্তি পত্র দেয় এবং গত শনিবার সেন্সরবোর্ডে ছবিটি দেখার পর বিনা কর্তনে সনদ দেয়ার সিদ্ধান্ত নেয় এর সদস্যরা। ‘স্বপ্নজাল’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পারে একটি বাড়িতে ‘স্বপ্নজাল’ ছবির শুটিং শুরু হয়।
Post a Comment