
‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে শ্রীদেবীর সেই জনপ্রিয় গান ‘হাওয়া হাওয়াই’র প্রথম কয়েক লাইন ‘ম্যায় খাবো কি শেহজাদি, ম্যায় হু হার দিল পে ছায়ি’। এখন মনে হচ্ছে, গানের কথাগুলো এই নায়িকাকে ভেবেই লেখা। জীবিত অবস্থায় শ্রীদেবী ছিলেন অসংখ্য মানুষের স্বপ্নের রাজকন্যা, মৃত্যুর পর আরও একবার প্রমাণ করলেন, কীভাবে সবার হৃদয়জুড়ে আছেন তিনি। বলিউডের নারী সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুতে স্তব্ধ বলিউড। এখনো অনেকে তাঁর আচমকা মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট বুঝি পাচ্ছেন তাঁর বড় মেয়ে জাহ্নবী। মায়ের মৃত্যুর আগের কয়েকটি দিন তিনি ছিলেন তাঁর থেকে অনেক অনেক দূরে।
Post a Comment