0

অনলাইন ডেস্ক ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকালের মত আজও তীব্র যানজট দেখা দিয়েছে। এই মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার জুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। ভোরের দিকে যানবাহন থেকে থাকলেও সকাল ৮টার দিকে ধীর গতিতে চলাচল শুরু হয়। যানজটে আটকা পড়ে ট্রাক ও যাত্রীবাহী বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ মঙ্গলবার ভোরে নাদাউদকান্দির ইলিয়টগঞ্জ সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের এএসআই কামরুল হাসান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অংশে দুই লেনের সংস্কার কাজ করায় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে এই যানজটের সৃষ্টি। ধীরে ধীরে এর দৈর্ঘ্য ৪০ কিলোমিটারে পৌঁছে। তবে পুলিশ বসে নেই। তারা যানজট কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Post a Comment

 
Top
This is my webpage