
পরিচালক সাইমন তারিকের নতুন ছবির নাম ক্রাইম রোড। শরীফ চৌধুরীর প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন এক ঝাক শিল্পী। অ্যাকশন ধাঁচের এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ, জেফ, বিপাশা কবির, রুমি নোভিয়া, শিশির, সাদিয়া আফরিন, সজল, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে। আগামী ২৪ মার্চ তারিখে মুক্তি পেতে যাওয়া এই ছবির ট্রেলার এবং গানগুলো ইতোমধ্যেই অনলাইনে মুক্তি দেয়া হয়েছে। চলুন দেখে নেয়া যাক ক্রাই্ম রোডছবির সকল গান এবং ট্রেলার।
Post a Comment