পাঠকদের জন্য তা তুলে ধরেছি..
কেমন আছেন?
খুব ভালো। অনেক হ্যাপিও বটে। কারণ এই প্রথম হিরোইন হিসেবে আমার ছবি মুক্তি পাচ্ছে। ‘সো আই অ্যাম এক্সাইটেড অ্যান্ড হ্যাপি।’
খুব ভালো। অনেক হ্যাপিও বটে। কারণ এই প্রথম হিরোইন হিসেবে আমার ছবি মুক্তি পাচ্ছে। ‘সো আই অ্যাম এক্সাইটেড অ্যান্ড হ্যাপি।’
শিশুশিল্পী থেকে নায়িকা, চ্যালেঞ্জও বটে…
হ্যাঁ, তা তো অবশ্যই। সে বিষয়টা মাথায় রেখেই চেষ্টা করেছি, করেছি অভিনয়। কারণ এর আগে সব অন্য ধরনের শিশু ক্যারেক্টার প্লে করতাম। এখন একজন হিরোইন হিসেবে আরেক ধরনের। এছাড়া, হিরোইন হিসেবে পুরোটা ছবি আমাকেই টানতে হচ্ছে। যেহেতু এটা একটা রোমান্টিক মুভি, তাই হিরো-হিরোইনকে ঘিরে গড়ে উঠেছে গল্পটা। আমি সেভাবেই চেষ্টা করেছি অভিনয়ের সেরাটা ঢেলে দিতে। এখন দর্শকরা যদি হলে গিয়ে সিনেমাটা দেখেন তাহলে ভালো একটা ইন্সপায়ারেশন পাবো। আর তাতেই আমার স্বার্থকতা।
হ্যাঁ, তা তো অবশ্যই। সে বিষয়টা মাথায় রেখেই চেষ্টা করেছি, করেছি অভিনয়। কারণ এর আগে সব অন্য ধরনের শিশু ক্যারেক্টার প্লে করতাম। এখন একজন হিরোইন হিসেবে আরেক ধরনের। এছাড়া, হিরোইন হিসেবে পুরোটা ছবি আমাকেই টানতে হচ্ছে। যেহেতু এটা একটা রোমান্টিক মুভি, তাই হিরো-হিরোইনকে ঘিরে গড়ে উঠেছে গল্পটা। আমি সেভাবেই চেষ্টা করেছি অভিনয়ের সেরাটা ঢেলে দিতে। এখন দর্শকরা যদি হলে গিয়ে সিনেমাটা দেখেন তাহলে ভালো একটা ইন্সপায়ারেশন পাবো। আর তাতেই আমার স্বার্থকতা।
Post a Comment